নীলফামারীর কিশোরগঞ্জে অগ্নিকান্ডে ৬টি পরিবারের ১৫টি বসতঘর পুড়ে ভষ্মিভূত হয়েছে। শুক্রবার রাত ২টায় উপজেলার সদর ইউনিয়নের মুশা হাজিপাড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।পরিবার গুলোর দাবি এতে তাদের ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এলাকাবাসি জানায়,ওই গ্রামের মৃত নমীর উদ্দিনের স্ত্রী টুলটুলি বেওয়ার রান্নাঘর থেকে গভীর রাতে অগ্নিকান্ডের সূত্রপাত হয়।মূহূর্তের মধ্যে আগুন দাউ দাউ করে পাশের ঘর-বাড়ির চারদিকে ছড়িয়ে পড়লে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় তাদের বসত ঘর ও ঘরে রক্ষিত আসবাবপত্র, ধান-চাল, নগদ অর্থ, হাঁস-মুরগিসহ সর্বস্ব ভস্মীভূত হয়। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডর আব্দুর রাজ্জাক মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।