রাজবাড়ীর সদর উপজেলার ঐতিহ্যবাহী খানখানাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দত্তপাড়া গ্রামের আমিরুদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ১০ ই মার্চ বৃহস্পতিবার বাদ আসর হইতে। সাবেক সেনা সদস্য অবসরপ্রাপ্ত আলহাজ্ব মোঃ ইব্রাহিম মোল্লার সভাপতিত্বে পবিত্র আহলে বায়াত পাক পাঞ্জাতনের শানে ১৬ তম বাৎসরিক এক বিশাল ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেছেন মাওলানা মোঃ লুৎফর রহমান কাদেরী। আরবী প্রভাষক, আঞ্জুমান-ই কাদেরীয়া, মাদ্রাসাতুল সাবিইল হাসান, দৌলতদিয়া রাজবাড়ী।
দ্বিতীয় বক্তা হিসেবে ওয়াজ করেছেন মাওলানা মোঃ আনিছুর রহমান কাদেরী। প্রিন্সিপাল,আঞ্জুমান-ই- কাদেরিয়া, মাদ্রাসাতু সাবি-ইল-হাসান দাখিল মাদ্রাসা, দৌলতদিয়া রাজবাড়ী।
তৃতীয় বক্তা হিসেবে ওয়াজ করেছেন মাওলানা মোঃ গোলাম মোস্তফা কাদেরী- সাগর কান্দি পাবনা।
চতুর্থ বক্তা হিসেবে ওয়াজ করেছেন মাওলানা মো: আলী হায়দার কাদেরী – পেশ ইমাম, রাজবাড়ী। বসন্তপুর সাইনবোর্ড মসজিদুল কাদেরিয়া, রাজবাড়ী। এছাড়া আরো ওয়াজ করেছেন স্থানীয় উলামায়ে কেরামগণ।
এ সময়-এই ওয়াজে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম লাল।৪ নংওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ইলিয়াছ পাটোয়ারী।খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস,আই শরিফুল ইসলাম সহ পুলিশ সদস্য বৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আশেকান মুরিদান ও পর্দার আড়ালে সহ অসংখ্য মা-বোনেরা।