নীলফামারীর জলঢাকা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে ১ম আন্তঃক্লাস্টার প্রাইমারী ফুটবল লীগে টেংগনমারি ক্লাস্টার শিক্ষক একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠের ফাইনাল খেলায় তারা টাইব্রেকারে ৫–৪ গোলে বালাগ্রাম ক্লাস্টার শিক্ষক একাদশ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এর আগে নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ড্র ছিল। জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, নীলফামারী লেডিস ক্লাবের সভাপতি ফারজানা বিনতে আজিজ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর, মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল, ইউএনও পত্নী ফারজানা সুলতানা পলি, ভাইসচেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মনোয়ারা বেগম, উপজেলা শিক্ষা অফিসার নুর মোহাম্মদ প্রমূখ।