খুলনা জেলা আওয়ালীগের সাধারন সম্পাদক এ্যাড: সুজিত অধিকারী বলেছেন উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে পুনরায় আওয়ামীলীগকে নির্বাচিত করতে হবে। আওয়ামীলীগ সরকার উন্নয়নের ধারাবাহিকতায় বিশ্বাসী বিধায় এ দল যতবার দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে ততবারই উন্নয়ন অব্যাহত রেখেছে। বিরোধী গোষ্ঠী বর্তমান সরকারের উন্নয়ন বাধাগ্রস্থ করতে নানাবিধ অপতৎপরতায় লিপ্ত হয়েছে।
বিশ্বের বুকে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিনত করতে আগামী সংসদ নির্বাচনে দলমতের উর্দ্ধে থেকে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ্যাড: সুজিত অধিকারী গতকাল ০৪ এপ্রিল রূপসা উপজেলা ঘাটভোগ ইউনিয়নের ধোপাখোলা গ্রামে ৪ দিন ব্যাপী মহা নামযজ্ঞানুষ্ঠান ও ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
নামযজ্ঞ উদযাপন কমিটির সভাপতি রতন বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন সমাজ সেবক রমা অধিকারী, রূপসা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তি পদ বসু, সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন। বক্তৃতা করেন পরিমল বিশ্বাস, অমিয় রঞ্জন বিশ্বাস, পরিতোষ বিশ্বাস, আশেুতোষ বিশ্বাস, ছাত্রলীগ নেতা খায়রুল বাসার, হীরন শিকদার, তাপস বিশ্বাস, সাংবাদিক চিত্ত রঞ্জন সেন, নীল মনি বিশ্বাস, অনাদী রায়, জয়ন্ত বসু, রাজীব বিশ্বাস, মনমথ বিশ্বাস, প্রনয় অধিকারী, সুমঙ্গল, হিরুবসু, বাপ্পি বিশ্বাস প্রমুখ।