নীলফামারীর জলঢাকা বালাপাড়ায় যুব সমাজের উদ্যোগে হামদ – নাত কেরাত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
হয়েছে।
বুধবার (২৭ এপ্রিল ২০২২) শেষ বিকেলে উপজেলা কৈমারী মডেল ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড বালাপাড়া কাছারী বাজার প্রতিবন্ধী স্কুলে যুব সমাজের উদ্যোগে এই আয়োজন করা হয়।
এসময় বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ এবং হাফেজ ছাত্রদের মাঝে ছাত্রদের মাঝে কোরআন শরীফ বিতরণ করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান সাদেকুল সিদ্দিক সাদেক।
এসময় উপস্থিত ছিলেন, এ্যাডঃ মোবাখরুল হক চিনু, ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক এনামুল হক, সনাতন সম্প্রীতি সংঘের সাংগঠনিক সম্পাদক রঞ্জন কুমার রায়, আনোয়ার হোসেন সাজু, উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সোহাগ, যুব সমাজের এএইচএম রায়হান ও রুবেল প্রমুখ।
পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।