দৈনিক মানববার্তার নীলফামারী জেলা অফিস মিডিয়া কর্ণারে ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুস্থ্য ও অসহায়দের মাঝে শাড়ী, লুঙ্গি, সেমাই-চিনি বিতরণ শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৯এপ্রিল শুক্রবার বাদ আছর সংগঠনটির নিজস্ব কার্যালয়ে মিডিয়া কর্ণারের ব্যুরো চিফ জয়নাল আবেদীন হিরোর সভাপত্বিতে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও জেলা পরিষদ সদস্য শামীম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আইসঢাল খিয়ারপাড়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওঃ আফজাল বিন নাজির ও কামারপুকুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন সরকার। বিতরণ অনুষ্ঠানে ৫০ জন দুস্থ্য ও অসহায়দের মাঝে শাড়ী, লুঙ্গি, সেমাই, চিনি ও মাক্স বিতরণ করা হয়। সংগঠনটি সমাজে বিভিন্ন সামাজিক কার্যক্রমের পাশাপাশি ২০১০ সাল থেকে প্রতি বছর শীতকালে ৩০০ দুস্থ্য ও অসহায়দের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করে আসছে এবং পবিত্র রমজান মাসে উল্লেখিত দুস্থ্য ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করে আসছেন। দুস্থ ও অসহায়রা এসব ঈদ উপহার পেয়ে বেজায় খুশি হয়েছেন। এছাড়াও সাংবাদিক জয়নাল আবেদীন হিরো সংগঠনের পক্ষে নিজস্ব ব্যয়ে করোনা কালে ২টি বছর অসহায়দের মাঝে মাস্ক,সাবান,হ্যান্ড স্যানিটাইজার,খাদ্য সামগ্রীও বস্ত্র বিতরন করেছেন ।
সেই সাথে সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হ্যান্ড বিল বিতরণ করেছেন। প্রতি বারের মত এবারও এই ঈদে অসহায়দের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে এসব বিতরণ এর ব্যবস্থা করেন।