নীলফামারীতে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে আন্তর্জাতিক মে দিবস। এ উপলক্ষ্যে রবিবার সকাল ১০টায় জেলা শহরের বঙ্গবন্ধু চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পূষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পূষ্পমাল্য অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন।
এরপর একে একে পূষ্পমাল্য অপর্ণ করে শ্রদ্ধা নিবেদন জানায় জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদ, জাতীয় শ্রমিক লীগসহ অন্যান্য শ্রমিক সংগঠন।
পূষ্পমাল্য অর্পণ শেষে বেলা সাড়ে ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে জেলা প্রশাসন এবং বড়বাজার ট্রাফিক মোড় থেকে জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদ পৃথক দু’টি র্যালী বের করে।
র্যালী দু’টি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর মার্কেট চত্বরের জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদ আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় বক্তৃতা করেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, জেলা পরিষদের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদ।