মানবতা বোধ, জাগ্রত হউক, বিবেকের তাড়নায়” এ প্রতিপাদ্য শ্লোগানকে ধারন করে সামাজিক উন্নয়ন মুলক সংস্থা ফার্জ এর উদ্দ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়েছে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় কমিটির আর্থিক সহায়তায় ও ফার্জ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সার্বিক আয়োজনে ১লা মে ২৯শে রমজান উপজেলা গোলনা ইউনিয়নের সলেমানের চৌপুতি নামক স্থানে ফার্জের নিজেস্ব কার্যালয়ে এ ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়। এ উপলক্ষে অত্র সামাজিক প্রতিষ্ঠানটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফার্জ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ফজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্জ সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি এজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্জের সহ-সভাপতি রাজু চৌধুরী এবং ফার্জ উন্নয়ন মুলক সংস্থার অর্থ বিষয়ক সম্পাদক শ্রী জয়ন্ত রায়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাহবুবুর রহমান, ব্রজেন্দ্র নাথ রায়, হাফেজ আলিফ নুর ইসলাম, পুলেন চন্দ্র রায়, জাকির হোসেন, পলাশ চন্দ্র রায়, নিহার রঞ্জন রায় প্রমুখ। আলোচনা সভা শেষে অত্র এলাকার দরিদ্র ও অসহায় ৩ শতাধিক দুস্থ পরিবারকে ঈদ উপহার সামগ্রী বিতরন করেন। পরে সলেমানের চৌপুথী বাজারে আকস্মিক অগ্নিকান্ডের ঘটনায় ১০ জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে নগত অর্থের উপঢৌকন তুলে দেন ফার্জ – সার্বিক উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড কর্তৃপক্ষ।