নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নবনির্বাচিত রংপুর মহানগরের আহবায়ক সামসুজ্জামান সামুকে সংবর্ধনা দিয়েছে
মিয়াবাড়ি পরিবার।
এ উপলক্ষে বুধবার (৪মে) সন্ধায় কলেজ মোড় এলাকায় মিয়াবাড়ি পরিবারের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন সাবেক ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলম।
উপজেলা স্বেচ্ছোসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেনের সঞ্চলনায়
অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা প্রভাষক রুহুল আজাদ, উপজেলা স্বেচ্ছোসেবক দলের আহবায়ক শাহজাহান কবির লেলিন,
উপজেলা যুব দল আহবায়ক হারুণ অর রশীদ জোয়াদ্দার, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান বাবু, পৌর যুবদল আহবায়ক শেখ সাদী লাভলু, পৌর স্বেচ্ছোসেবক দল আহবায়ক হাফিজুর রহমান, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, কৈমারী ইউনিয়ন যুবদল নেতা মামুনুর রশীদ মান্দু ও ছাত্রদল কলেজ শাখার আহবায়ক আবু সাঈদ শাকিল প্রমুখ।
সভায় বিভিন্ন ইউনিয়ন আগত যুবদল ও স্বেচ্ছোসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।