রাজশাহীতে দৈনিক মুক্তির লড়াই পত্রিকার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১০ মে) বিকেল ৩ টায় পবা উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে পবা উপজেলা
অফিস কক্ষে দৈনিক মুক্তির লড়াই পত্রিকার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়, ও পরে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দৈনিক বাংলার নবকন্ঠ পত্রিকার রাজশাহী প্রতিনিধি ও পবা উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি আবু জাফর এর সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার প্রতিনিধি ও পবা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী চৌধুরী, দৈনিক উত্তরা প্রতিদিন পত্রিকার পবা প্রতিনিধি মো. মাহাবুর রহমান, দৈনিক সোনার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার মো. তাজউল ইসলাম, চ্যানেল-৬ বাংলা ও সরকারী মিডিয়াভুক্ত জাতীয় পত্রিকা সাপ্তাহিক তথ্য বানীর রাজশাহী প্রতিনিধি মো. জাকির হোসেনসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে দৈনিক মুক্তির লড়াই পত্রিকার সম্পাদক ও প্রকাশক ও পত্রিকার সকল প্রতিনিধি এবং পবা উপজেলা প্রেস ক্লাবের সকল সাংবাদিকবৃন্দের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন পবা উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি আবু জাফর।