বগুড়া জেলার শেরপুর উপজেলায় পৃথক পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে আজ ১৩/০৫/২০২২ইং রোজ শুক্রবার ২ মটর সাইকেল আরোহী ট্রাক চাপায় নিহত ও ১ জন্য বজ্রপাতে নিহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে শেরপুর উপজেলার শাহ্ বন্দেগী ইউনিয়নের উচরং গ্রামের বাসিন্দা আঃ লতিফ এর ছেলে আঃ মালেক কৃষি জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে নিহত হয়।
অপরদিকে আজ ভোররাত ৪ ঘটিকায় শেরপুরে ভাড়ায় চালিত মোটরসাইকেল দুর্ঘটনায় আরোহী সহ ২ জনের মৃত্যু হয়।
জানা গেছে শেরপুর উপজেলার সীমাবাড়ী-রাণীরহাট আঞ্চলিক মহাসড়কের জামনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোটর সাইকেল চালক উপজেলার সুঘাট ইউনিয়নের মধ্যভাগ গ্রামের শরত আলীর ছেলে বেলাল হোসেন (৫২) ও ভবানীপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত নওশের আলীর ছেলে ফজর আলী খাজা (৪২)।
স্থানীয়রা জানান, কোচচালক ফজর আলী রাতে চান্দাইকোনা এসে বাড়ি ফেরার জন্য মোটর সাইকেল ভাড়া করেন। পরে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে জামনগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন এসময় দ্রুতগামী অজ্ঞাত ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে জানা যায়।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনায় নিহতদের লাশ তাদের স্বজনেরা নিয়ে গেছে। অজ্ঞাত পরিবহনকে সনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান।