সাদিক, সাওফা এন্ড সাদমান ইন্টারন্যাশনাল –৩গার্মেন্টসের ম্যানেজার জলঢাকার কৈমারী ফতেপারা এলাকার গিয়াস উদ্দিনের পুত্র আশরাফুল (২৬)ও তার গং মিথ্যা অজুহাতে রউফুল (২৫)নামের এক যুবককে গার্মেন্টসর ভিতরে নিয়ে গিয়ে বেধরক মারপিট করে রক্তাক্ত জখম করে। আহত রউফুল জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। এ ঘটনায় তার চাচাতো ভাই মোজাম্মেল হক লেলিন( ২৫) ৩ জনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দিয়েছে।অভিযোগ সুত্রে জানা গেছে, লেলিনের মালিকানাধীন জমিতে ভাড়ায় আশরাফুল ও তার সহযোগীরা সাদিক, সাওফা এন্ড সাদমান ইন্টারন্যাশনাল–৩ গার্মেন্টস চালু করে সেখানে বিভিন্ন এলাকার মহিলা শ্রমিকরা কাজ করে থাকে। গত ১২মে বৃহস্পতিবার দুপুরে এক মহিলা শ্রমিকের ছবি তোলার অজুহাতে রউফুলকে টেনে হিচড়ে ভিতরে নিয়ে গিয়ে উপরোক্ত ঘটনা ঘটায়। ঘটনা শুনে জমির মালিক একই এলাকার আমিনুর রহমানের পিত্র মোজাম্মেল হক লেলিন ঘটনা স্থলে গিয়ে এর প্রতিবাদ জানালে তাকে লাঞ্চিত করা সহ প্রান নাশের হুমকি দেয়। উপায় না স্হানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত রউফুল একই এলাকার বাবুল হোসেনের পুত্র।