নীলফামারীতে গেøাবাল এ্যাফেয়ার্স ক্যানাডার অর্থায়নে ল্যাম্ব-প্ল্যান
স্কোর প্রকল্পের ৪৪ টি কমিউনিটি ক্লিনিক ও ৮২ টি হাট বাজারে জন
সাধারনের হাত ধোয়ার জন্য পানির ট্যাংক, এ্যাংগেল ও রডের স্ট্যান্ড সহ
বিভিন্ন সরঞ্জাম প্রদান করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সদর উপজেলার
কুন্দপুকুর ইউনিয়ন পরিষদ মাঠের বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি
হিসাবে উপস্থিত ছিলেন, নীলফামারী -২ আসনের এমপি ও সাবেক মন্ত্রী
আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান
শাহিদ মাহমুদ ও মহিলা ভাইস চেয়ারম্যান শান্তনা চক্রবতী। কুন্দপুকুর ইউপি
চেয়ারম্যান আবুল কালাম আজাদ ছিদ্দিকীর সভাপতিত্বে এ সময় অন্যান্যদের
মধ্যে উপস্থিত ছিলেন, ল্যাম্ব- প্ল্যান স্কোর প্রকল্পের ফিল্ড কো – অর্ডিনেটর
একরামুল হক ও হেলথ ওয়ার্কার আব্দুর রহিম প্রমূখ।