কতদিন যেন কেউ কাউকে বলিনি, কেমন আছো !—–
তবে কি সেই অভ্যেসগুলো বড্ড সেকেলে হয়ে গেছে ?
নাকি, বলতেই ভুলে গেছি,
দুজনে দুজনার !
কার ভুল ছিলো,
তোমার নাকি আমার ?
এ হিসেবটা না হয় থাক !
তোমার কি মনে হয়, —
আমরা আবার ফিরে আসবো নক্ষত্রখচিত এই পৃথিবীতে ?
ফিরে পাবো, বর্ষায় নিশীথে ঝরা শিউলির লুকোচুরি প্রহর ?
ফিরে পাবো,—-
এই সব কবিয়ালী দিনক্ষণ !
হাতে হাত রেখে,
আবার কি লিখা হবে নীরব প্রতিশ্রুতির কাব্যমালা !
তবে কেন এতো দূরত্ব ?
এসো, আবার ধূসর গোধূলির ছবি আঁকি, হাতে হাত রেখে বলি,—
আমরা হারিয়ে যাইনি,
আমরা হারাবার নই !!