জনশুমারি একটি দেশের জনসংখ্যার সরকারি গণনা হিসেবে গণ্য করা হয়।জনশুমারি একটি জনগোষ্ঠীর বা দেশের জনসংখ্যা গণনার সামগ্রিক প্রক্রিয়ায় তথ্য সংগ্রহ, তথ্য একত্রীকরণ এবং জনমিতিতে অর্থনৈতিক ও সামাজিক তথ্যাদি প্রকাশ করা বোঝায় এরই ধারাবাহিকতায় খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা পরিসংখ্যান অফিসের জনশুমারী ও গৃহগণনা- ২০২২ এর কার্যক্রমের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
অফিস সুত্রে ও ডুমুরিয়া উপজেলা শুমারী সমন্বয়কারী (ইউসিসি) বিমল কৃষ্ন সরকার এর সাথে কথা বলে জানা যায়, জনশুমারী ও গৃহগণনা-২০২২ এর পরিচালনা কমিটির সভাপতি হিসাবে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ আসিফ রহমান ও কমিটির উপদেষ্টা হিসাবে ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ রয়েছেন।উপজেলা আইসিটি অফিসার শাহাদাৎ হোসেন প্রদানকৃত ট্যাব সম্পর্কিত সকল সমস্যায় পরামর্শ দিবেন,গণনারকাজে ব্যবহার করা হবে বাংলাদেশের ওয়ালটন ব্রান্ডের ট্যাব।
তিনি বলেন, ডুমুরিয়া উপজেলার ১৪ টি ইউনিয়নে ৮ জন জোনাল অফিসার সনদীপ রায়,মোঃ তারেক রহমান,সনজয় দেবনাথ,নীরিপেন্দ্রনাথ বিশ্বাস,শেখ সাইফুল ইসলাম,প্রভাস চন্দ্র শাহ,এম.এম.মুজিবুর রহমান,আব্দুল মতিন জনশুমারী ও গৃহগণনা-২০২২ এর কার্যক্রম চলাকালীন সমগ্র ডুমুরিয়া উপজেলা ব্যাপী সর্বক্ষণ মনিটোরিং করবেন।
এছাড়াও ৮ জন সুপার ভাইজার উপজেলার বিভিন্ন জোনে নির্ধারিত দিনগুলোতে সুপারভাইজার ও গণনাকারীদের প্রশিক্ষণ দিবেন,১ জন গণনাকারী ৯০-১৩০ টি খানা জরিপ করবেন, ১ জন সুপার ভাইজারের অধীনে ৫-৬ জন গগনাকারী সুপারভাইজারের পরামর্শ অনুযায়ী কাজ করবেন,১ জন গগনাকারী একই বাড়িতে বসে একাধিক খানা সংখ্যা গণনা করতে পারবেন না।
তথ্যমতে আরোও জানা যায়,ডুমুরিয়া উপজেলায় আনুমানিক ৮০ হাজার খানা গণনা করা হবে,গগণার কাজে উপজেলা ব্যাপী ১৪৫ জন সুপারভাইজার, ৭৯৯ জন গণনাকারী জনশুমারী ও গৃহগণনা কাজে অংশ নিবেন
উল্লেখ্য আাগামী ১৫ – জুন থেকে ২১ জুন পর্যন্ত সারাদেশ ব্যাপী জনশুমারী ও গৃহগণনা -২০২২ এর কার্যক্রম চলবে।