দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ৮নং হাশিমপুর ভাই খলিফা পাড়াস্হ ১৯৯১ সালে গঠিত ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগরণ ক্লাবের অফিস উউদ্বোধন করা হয়। এ উদ্বোধনী উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১১ জুন শনিবার বিকালে ফিতা কেটে অফিসের শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আব্দুল জব্বার চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ ওসমান গনির সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলমগীরুল ইসলাম চৌধুরী , শিক্ষাবিদ মাওলানা মোহাম্মদ মোসলেমউদ্দিন নেজামী, ৮নং হাশিমপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোসাম্মৎ শাহেদা আক্তার, মোহাম্মদ ফরিদুল আলম, মোহাম্মদ শহীদুল আলম, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ হারুনুর রশিদ, মোহাম্মদ জহিরুল আলম, মোহাম্মদ শাহাদাত হোসেন, মোহাম্মদ নুরুল হুদা প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, রাষ্ট্রের পাশাপাশি সমাজকে এগিয়ে নেওয়ার জন্য এ ধরনের সামাজিক, মানবিক ও স্বেচ্ছসেবী সংগঠনগুলো বিশেষ অবদান রেখে চলেছে। তিনি বলেন, যে কোন প্রয়োজনে সংগঠনের প্রতি আমার সহযোগিতা সবসময় থাকবে।