নীলফামারী সদর উপজেলা আ” লীগ আয়োজিত ডিজিটাল বাংলাদেশের রুপকার, বিশ্বের শান্তির অগ্রদূত দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১১ জুন নীলফামারী সদর উপজেলা আ”লীগের সভাপতি আবুজার রহমান”র সভাপতিত্বে বিশ্বের শান্তির অগ্রদূত দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবসের ভার্চুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী -০২ আসনের মাননীয় সংসদ সদস্য ও সাবেক সংস্কৃতি মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নুর।
সদর উপজেলা আ”লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বকুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী জেলা আ”লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সহ সভাপতি বাবু খোকা রাম রায়, এ্যাড অক্ষর কুমার, মহিলা আ”লীগের সাধারণ সম্পাদক ফরিদা খানম এনা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা আ”লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, জেলা যুবলীগের সভাপতি এ্যাড রমেন্দ্র নাথ বর্ধন বাপ্পী,জেলা মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক জুয়েল সরকার, সোনারায় ইউনিয়ন আ”লীগের সভাপতি নুরুল ইসলাম শাহ, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাবেক এজিএস আতিয়ার রহমান, জেলা ছাত্রলীগের সহ সভাপতি ইউসুফ বর্ষন,জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ শাহাদ হোসেন নসিব প্রমুখ।
উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপজেলার ১০টি ইউনিয়নের আ”লীগসহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।