নীলফামারীর ডোমার উপজেলায় বেসরকারি উন্নয়ন সাহায্য সংস্থা জানো প্রকল্পের আওতাধীন বিদ্যালয়ের শিক্ষার্থীদের জেন্ডার ভিত্তিক সমতা নিশ্চিত করতে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জেন্ডার ইকুইটি মুভমেন্ট ইন স্কুল (জেমস) ক্যারিকুলাম বিষয়ে ৪ দিনব্যাপী মাধ্যমিক শিক্ষকদের অনাবাসিক প্রশিক্ষণের ২য় ব্যাচের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৪ জুন সকাল ১০টায় ডোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনের শুভ উদ্বোধন ঘোষনা করেন।
এ সময় অন্যান্নদের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম, ডোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শাহানা বিলকিস বানু, উপজেলা জানো প্রকল্পের ম্যানেজার শরিফ আহম্মেদ শাহ্ সহ প্রকল্পের ফিল্ড অফিসার গন উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে নীলফামারী জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, জেমস বিষয়টি সম্পূর্ণ সরকারের শিক্ষা ক্যারিকূলামের বিষয় সেটি বেসরকারি উন্নয়ন সাহায্য সংস্থা জানো প্রকল্প শুধু এটি বাস্তবায়নে সহযোগিতা করছে।এজন্য তিনি জানো প্রকল্পের প্রশংসা করেন। পরিশেষে তিনি ২য় ব্যাচের ২৮ জন শিক্ষকদের প্রশিক্ষণের সাফল্য কামনা করেন।
উক্ত প্রশিক্ষণ কর্মশালার সহযোগিতায় জয়েন্ট এ্যাকশন নিউট্রিশন আউটকাম জানো প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে অষ্ট্রিয়ার ডেভলপমেন্ট কর্পোরেশন এর সহায়তায় কেয়ার বাংলাদেশ ও প্লান ইন্টারন্যাশনাল এর কারিগরি সহায়তা বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ( ইএসডিও)। রংপুর ও নীলফামারী জেলার ৭টি উপজেলায় পুষ্টির উন্নয়নে কাজ করে আসছে।
উল্লেখ্য যে, ৪দিন ব্যাপী অনাবাসিক প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ২৮ জন শিক্ষক ৪ দিনব্যাপী অনাবাসিক প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।