যেথে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়’ বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলী পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে পরীক্ষাথীদের বিদায়ী ও দোয়া অনুষ্ঠান। ১৪জুন(মঙ্গলবার ) দুপুরে নীলফামারীর জলঢাকা উপজেলার গোলমুন্ডা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গনে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়।সিনিয়ার সহকারী শিক্ষক মোঃমাহমুদ আল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃআব্দুল মান্নান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এ,এইচ,এম,আতাউর রহমান রুবুল।বিশেষ অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃরেজওয়ানুল বারী রুবেল।বিদায়ী অনুষ্ঠানে বিদায়ী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বক্তৃতা করেন উক্ত বিদ্যালয়ের শিক্ষক এনামুল হক,আমজাদ হোসেন,শ্রী বিশ্বজিৎ বিভাস মিশ্র,প্রমুখ । বিদায়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে বিদায়ী বক্তৃতা করেন আব্দুর রহিম,শারমিন আক্তার, ফরিহা, । অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা ম্যানেজিং কমিটির সভাপতি রুবুল বলেন বর্তমান সরকার শিক্ষাবান্ধব। শিক্ষার মান উন্নয়নে নিরন্তর কাজ করে যাচ্ছেন সরকার।।
তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন তোমরাই এ দেশ ও জাতীর ভবিষৎ, তাই তোমাদেরকে ভালোভাবে লেখাপড়া করে বাবা-মা ও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। মনে রাখবে, তোমরাই আগামীতে এদেশের হাল ধরবে। , বিদায় অনুষ্ঠানের প্রারাম্ভে প্রধান অতিথি ও বিদায়ী ছাত্র-ছাত্রীদেরকে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় বিদায়ীদের হাতে পরীক্ষার উপকরণ দেওয়া হয়। অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ