নীলফামারীর জলঢাকায় নেকবক্ত দ্বি- মূখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২২ইং সালের পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৬ই জুন বৃহস্পতিবার সকালে অত্র বিদ্যালয়ের মাঠে নেকবক্ত দ্বি- মূখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে সুন্দর ও মনোরম পরিবেশের মধ্য দিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের সভাপতি ও ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম (মুকুল)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাউয়াবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সোবহান চৌধুরী ও শিক্ষক -শিক্ষিকা,অভিভাবক সদস্য, ছাত্র-ছাত্রী ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানটি দোয়া মাহফিলের মধ্য দিয়ে শেষ হয়।