বগুড়া জেলার ধুনট উপজেলায় চান্দিয়ার বাজার জৈনক মেহেদী হাসান এর দোকানের সামনে থেকে মাদক অভিযানে ধুনট থানার এস আই রুহুল আমিন খান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে আসামি ১। মোঃ আনোয়ার হোসেন গানা(৪১), পিতা-মৃত রেজাউল করিম, গ্রাম-চর ভানুডাংগা, থানা-কাজিপুর, জেলা- সিরাজগঞ্জকে ধুনট থানাধীন চান্দিয়ার বাজার জৈনক মেহেদি হাসান এর দোকানের সামনে হতে আটক করেন। উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃত ব্যক্তির নিকট হতে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করে ধৃত আসামী ও উদ্ধারকৃত আলামত সহ ধুনট থানায় এসে এজাহার দায়ের করেন।
১। মোঃ আনোয়ার হোসেন গানা(৪১), পিতা-মৃত রেজাউল করিম, গ্রাম-চর ভানুডাংগা, থানা-কাজিপুর, জেলা- সিরাজগঞ্জ ।
১০। গৃহীত ব্যবস্থা (মামলা/জিডি): ধুনট থানার মামলা নং-১০, তারিখ- ২১-০৬-২০২২ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১০(ক)রুজু করেন।