দেশ এবং দেশের মানুষ কঠিন এক মুহুর্ত অতিক্রম করছে। দাঁড়িয়ে আছে একটি মহা সংকটের পাহাড়ে। করোনার আগ্রাসী থাবা সকল পেশার মানুষের মুখের হাসি কেঁড়ে নিয়ে লুকোচুরি খেলা খেলছে। এরই মধ্যে মুসলমানরা তাদের তাৎপর্যপূণময় মাস কাটালো ইতিহাসের এক অন্যতম হতাশা নিয়ে। এমন সময় ভারাক্রান্ত মন নিয়ে হাজির হলো পবিত্র ঈদুল ফিতর। যে ঈদ আসতো সবার জন্য খুশির বার্তা নিয়ে সে ঈদ এবার এসেছে অন্য এক চরিত্র নিয়ে।
এবারের ঈদ যে ইতিহাসের এক অনন্য বার্তা নিয়ে উদযাপিত হবে এটা সবারই জানা ছিলো। তবু নিরবে কিছুটা সময়ের জন্য কেউবা হতাশা, বিষন্নতা ও হাহাকার ভুলে ছুটে চলছে নাড়ির টানে মাতৃভূমিতে কেউবা নিজেকে এবং পরিবারের জীবনের সুরক্ষার কথা ভেবে ঈদ পালন করবে নিরবেই।
এ মুহুর্তে দেশবাসীকে কিছু দেওয়ার আমার মতো ক্ষুদ্র মানুষের সামর্থ্য নেই। শুধু এই কঠিনতম সময়ে সকলের জন্য রইলো ভালোবাসা ও শুভকামনা। দেশ হোক করোনামুক্ত, আল্লাহ আমাদের সবাইকে বিপদ থেকে রক্ষা করার মাধ্যমে ফিরিয়ে দেবে সুন্দরভাবে বেঁচে থাকার স্বপ্ন। আশার আলো দেখবে সারা দেশ, হাসবে সবাই কাধে কাধ মিলে।
সবার প্রতি রইলো ঈদের শুভেচ্ছা।
ঈদ মোবারক
নুরে রোকসানা সুমি
সম্পাদক, মুক্ত স্বদেশ।