
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগামীকাল বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা থেকে ২৪ ঘণ্টার জন্য দর্শনার্থী প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বিশেষ অপারেশনাল ও নিরাপত্তাজনিত কারণে এই ঘোষণা দেওয়া হয়।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিমানবন্দরের নির্বাহী পরিচালকের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, যাত্রীসেবা, নিরাপত্তা এবং অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বিশেষ অপারেশনাল ও নিরাপত্তাজনিত কারণে আগামী ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় নির্ধারিত যাত্রী ব্যতীত সব ধরনের সহযাত্রী ও ভিজিটরের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
এ পরিপ্রেক্ষিতে যাত্রী সাধারণসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরকারের পক্ষ থেকে তার নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
ইয়াবা পাচারের অন্যতম রুট হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে ব্যবহার করছে মাদক কারবারিরা। সম্প্রতি বেশ কিছু ইয়াবার চালান ধরা পড়ার পর এই বিষয়ে নিশ্চিত হয়েছে গোয়েন্দারা। গতকাল বুধবার সকালেও বিমানবন্দরের হ্যাঙ্গার গেট এলাকায় রপ্তানি কার্গো থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে এভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগ।
এদিকে বুধবার বিকাল ৩টার দিকে শাহজালাল বিমানবন্দরে রপ্তানি কার্গো নিরাপত্তা তল্লাশির সময় ডাক বিভাগের মাধ্যমে রপ্তানির জন্য প্রস্তুত করা একটি চালান থেকে ১ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছেন এভসেক সদস্যরা। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, রপ্তানিযোগ্য মালামালের ভেতরে অভিনব কৌশলে ট্যাবলেটগুলো লুকিয়ে পাঠানোর চেষ্টা করা হয়েছিল। উদ্ধারের পর প্রাথমিক পরীক্ষায় ট্যাবলেটগুলো মাদকদ্রব্য ‘ইয়াবা’ হিসেবে শনাক্ত হয়।
বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ জানান, ডাক বিভাগের মাধ্যমে ফ্রান্সের প্যারিসে রপ্তানির জন্য বুকিং দেওয়া মালামালের ভেতরে লুকিয়ে রাখা ছিল ৪ হাজার ইয়াবা। বুধবার সকালে স্ক্রিনিংয়ের সময় কর্তব্যরত এভসেক সদস্যদের সতর্কতায় ট্যাবলেটগুলো শনাক্ত হয়। ইয়াবাগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) কাছে হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :