
নতুন ‘বাবরি মসদিজ’-এর প্রতিষ্ঠাতা ইসলামিক ফাউন্ডেশন অব ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর
ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় থাকা বাবরি মসজিদ ১৯৯২ সালে ভেঙে ফেলে উগ্র হিন্দুত্ববাদীরা। এবার একই নামে মসজিদ তৈরি করা হচ্ছে দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদে। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে জেলাটির বেলডাঙায় মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ও ইসলামিক ফাউন্ডেশন অব ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, ‘বাবরি মসজিদ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপনকে কেন্দ্র করে বেলডাঙায় কলকাতামুখী লেনে যানজট সৃষ্টি হয়। বেলা ১১টার পরেই বেলডাঙার বড়ুয়া মোড় থেকে রেজিনগর পর্যন্ত জাতীয় সড়কে যান চলাচলের গতি কমে যায়। বেলা গড়াতেই সড়কের কলকাতামুখী লেনে সৃষ্টি হয় তীব্র যানজট। তবে আগের ঘোষণা মতেই দুপুর ১২টায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হুমায়ুন কবীর।
ভিত্তিপ্রস্তর উপলক্ষে বড় আয়োজন করেন হুমায়ুন কবীর। সাতটি ক্যাটারিংক কোম্পানিকে দিয়ে ৪০ হাজার মানুষের জন্য বিরিয়ানি রান্না করার ব্যবস্থা করেন। আয়োজকদের দাবি, মঞ্চ, খাওয়াদাওয়া ইত্যাদি মিলিয়ে ৬০ থেকে ৭০ লাখ টাকা খরচ হচ্ছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) থেকে প্রায় ২ হাজার স্বেচ্ছাসেবক কাজ শুরু করেন। এ ছাড়াও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে বিপুল পুলি মোতায়েন করে প্রশাসন।
আপনার মতামত লিখুন :